নেই

ব্যুরো নিউজ, ২১ ডিসেম্বর: বিক্রি নেই কাঠের আসবাবপত্রের | মাথায় হাত বিক্রেতাদের

 

বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত গোষ্ঠডাঙ্গায় আয়োজিত গোষ্ঠমেলায় অন্যান্য বছরের মতো এবছরও পশরা সাজিয়ে বসেছেন কাঠের আসবাবপত্র বিক্রেতারা। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। আসবাবপত্র বিক্রি তো হচ্ছে, তবে তা না হওয়ার সমান। ফলে মাথায় হাত পড়েছে বিক্রেতাদের একাংশের।

লালু ও পুত্রকে ED-র নোটিস

এই বিষয়ে কাঠের আসবাব বিক্রেতা রাজনগরের সেখ কামালউদ্দিন জানান, “অন্যান্য বছর কিছুটা বিক্রি হলেও এবছর এখনো পর্য্যন্ত তেমন বিক্রি হয়নি। এভাবে ব্যবসা মন্দা থাকলে আমাদের পথে বসতে হবে। এবছর খয়রাশোল এলাকায় ধানচাষ ভালো হয়নি। ফলে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত চাষী পর্যন্ত কারো হাতে টাকা নেই”।

 

তিনি আরও জানান, আমরা গোষ্ঠ ডাঙ্গায় কাঠের খাট, আলনা, চৌকি, টেবিল, সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে গত প্রায় মাস খানেক ধরে বসেছি। কিন্তু বিক্রি হয়নি বললেই চলে। বিক্রি না হলে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর