পাচারের

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর: বালি পাচারের বিরুদ্ধে পদক্ষেপ

 

দামোদর নদ থেকে বালি তুলে পাচার করার অভিযোগ। ঘটনায় ৪টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে গলসি থানার পুলিশ।

মহিলা যাত্রীর জীবন বাঁচিয়ে পুরস্কৃত আরপিএফ-এর কনস্টেবল

পুলিশ সূত্রে খবর, দামোদর নদের জুজুটি ও সত্যানন্দপুর এলাকা থেকে বেআইনি ভাবে বালি তুলে এক শ্রেণীর অসাধু কারবারিরা বালি পাচার করছে বলে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেইমত বৃহস্পতিবার ভোর থেকে সাঁকো মিদ্দ্যা পাড়ার কাছে পুলিশ পৌঁছে যায়। জানা যায়, ওই রাস্তা দিয়েই বালির ট্রাকটর গুলোর আসার কথা।

তবে কিছুক্ষণের মধ্যেই চারটি ট্রাকটর ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে  হঠাৎ করেই গাড়ি থামিয়ে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যায় চালকেরা। পুলিশ ধাওয়া করলেও কাউকে ধরতে পারেনি। এরপর বালি বোঝাই ট্রাকটর গুলোকে বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি ওই চারটি ট্রাক্টরের চালকদের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানা যায়। এমনকি অবৈধভাবে দামোদর নদ থেকে বালি চুরি করে পাচার করার অভিযোগে ৮ জন বালি কারবারির বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ৮ জন ব্যক্তি স্থানীয় কিছু মানুষের মদতে বেশকিছুদিন ধরে নদী থেকে বালি তুলে ট্রাক্টরে করে পাচার করছিল বলে অভিযোগ ছিল। এই অবৈধ বালি কারবারিদের নাম, রিন্টু ঘোষ, নাড়ু সিং, সুকুমার বাগদি, অভিরাম ঘোষ, উত্তম লোহার। এদের প্রত্যেকের বাড়ি জুজুটি এলাকায় এবং সুরজিৎ বিশ্বাস, বাড়ি সত্যনন্দপুর এলাকায়।

ফেলে যাওয়া ট্রাকটর গুলি থেকে দুটি বেলচা ও দুটো কোদাল বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীদিনে এই এলাকায় লাগাতার অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি থাকবে বলে খবর। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর