মাধব দেবনাথ, ১ লা মার্চঃ রাজ্যে ফের বিপুল বেআইনি নগদ টাকা উদ্ধার। উদ্ধার হওয়া ওই নগদ টাকার পরিমাণ প্রায় ১১ লক্ষ। মঙ্গলবার রাতে নদীয়ার ভীমপুর থানা এলাকার এই ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন চাপরা থানার হাটখোলা এলাকার বাসিন্দা আবু জাহিদ মণ্ডল নামে এক ব্যক্তি। ভীমপুর থানার পুলিশের সূত্রে জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে এদিন থানা সংলগ্ন রাস্তায় চলছিল নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেসময় স্কুটি নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তকে দেখে, পুলিশের সন্দেহ হয়। কর্তব্যরত পুলিশের প্রশ্নের উত্তরে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করায়, ওই ব্যক্তির উপর পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপর স্কুটির নীচে তল্লাশি চালাতেই একটি ব্যাগ বেরিয়ে আসে। আর সেই ব্যাক খুলতেই পুলিশের তো চক্ষু চড়কগাছ। রাস্তায় দাঁড়িয়ে পড়া লোকজনের সামনে পুলিশ ওই ব্যাগ খুলতেই, তার মধ্যে থেকে বেরিয়ে আসে থরে ধরে টাকার বাণ্ডিল। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই ব্যাগটিতে ১০ লক্ষ ৮৬ হাজার টাকা ছিল। কিন্তু কোথা থেকে কেন এত টাকা নিয়ে আসছিলেন, এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, পুলিশের এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি, ওই স্কুটিচালক। এরপরই তাকে গ্রেপ্তার করে ভীমপুর থানার পুলিশ।

বুধবার ধৃতকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানায়, ভীমপুর থানার পুলিশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর