দীর্ঘ লকডাউনের পর সুন্দরবনের মানুষের দেওয়ালে পিঠ ঠেকেছে। মাছের মিন ধরার পাশাপাশি কাঁকড়া ধরে দিন গুজরানের চেষ্টা করতে গিয়ে বার বার বাঘের আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁদের । এবার বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎসজীবীর। রুজি রোজগারের তাগিদে গভীর জঙ্গলে পৌঁছে গিয়েই এমন দুর্ঘটনা। গত কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা বাসুদেব বৈদ্যর ঘাড়ে ঝাঁপিয়ে পড়েছিল দক্ষিণরায়। তিনি ছিলেন নৌকার পাটাতনে। আর তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হয়। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই মৎসজীবী । তাঁরাই লাঠিসোটা নিয়ে বাঘকে তাড়া করার পর শিকার ফেলে বাঘটি জঙ্গলে পালিয়ে যায়। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছিল। সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে ওই জায়গাটি পড়ে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে ওই জায়গাটি সাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও ওই মৎস্যজীবীরা কিভাবে পৌঁছে গেলেন ?এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর