ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: বাউন্সারের মৃত্যুর নেপথ্যে ত্রিকোন প্রেমের কাহিনী!

আলিপুরদুয়ারের বাউন্সার গৌরব মুখার্জী। তাঁর মৃত্যুর ঘটনায় গতকাল থেকে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

এই বাউন্সারের মৃত্যুর ঘটনায় ত্রিকোন প্রেমের গল্প উঠে আসছে ৷ জানা যায়, বাউন্সার গৌরবের প্রেমিকার সঙ্গে বছর খানেক আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলেও বন্ধুত্ব ছিল৷ বিষয়টি স্বীকার করেছে তার বান্ধবী৷

পুজোর মরশুমে কলকাতায় মিনি ফুটবল উৎসব | মুখ্যমন্ত্রীর বাড়িতে রোনান্ডিনহো

গৌরবের বোন বলেন, দাদার সঙ্গে বন্ধুত্ব ছিল এই মেয়েটির ৷ কিন্তু তার সঙ্গে আরও কারোর বন্ধুত্ব ছিল বলে সন্দেহ ৷ যদিও গৌরবের বোন জানান, দাদা বেঁচে থাকলে বিষয়টি বলতে পারত৷

মৃত গৌরবের আত্মীয়রা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানায়৷ ঘটনায় ধৃত লিটন সরকার-সহ আরও এক সাগরেদকে আজ আলিপুরদুয়ার জেলার এসিজিএম আাদালত তোলা হয়৷

 

আদালত চত্ত্বরে প্লাকার্ড হাতে দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় গৌরবের প্রতিবেশীরা৷ ঘটনায় আদালত চত্ত্বরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়৷ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর