অরূপ পালঃ সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলার অভিযান শুরু ১১ফেব্রুয়ারি শনিবার। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ দিল্লী। বাংলার সঙ্গে এই গ্রুপের বাকি দলগুলি হল মনিপুর, মেঘালয়, রেলওয়ে এবং সার্ভিসেস। কিছুদিন আগেই বিশ্বজিৎ ভট্টাচার্যর কোচিংয়ে জাতীয় গেমসে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে । তাই সন্তোষ ট্রফিতে তাঁকে বাংলা কোচের দায়িত্ব দিয়েছেন আইএফএ কর্তারা। প্রাথমিক পর্যায়ে নিজেদের সব ম্যাচে জয় পেয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সবচেয়ে বেশি বার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল। মূল পর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার দুপুরের ট্রেনে ভুবনেশ্বর রওনা দিল বাংলা দল। এই দল কে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল এবং সহ সচিব সুফল গিরি। বাংলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন কাষ্টমস ক্লাবের নরহরি শ্রেষ্ঠ। এছাড়া বাংলার ভরসা রবি হাঁসদা, সুব্রত মূর্মুর মতো প্রতিশ্রুতিবান ফুটবলাররা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর