লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ের সাফল্যের মুকুটে ফের নতুন পালক। হরিয়ানা হ্যারিকেন কপিলদেব ভুমে বাংলার দাদাগিরি। তাদের মাঠে ইনিংস ও ৫০ রানে হারিয়ে বাংলা পৌঁছে গেলো রঞ্জি ট্রফির শেষ আটে। তৃতীয় দিনের খেলার শেষে বাংলা ছিল চালকের আসনে। ফলে বাংলার জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। মনোজ তিওয়ারির দল এবার এখনো পর্যন্ত অপরাজিত। এ ম্যাচ থেকে বোনাস পয়েন্ট পাওয়ার সুবাদে ৬ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট পেয়ে বাংলা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এরমধ্যে অনুষ্টুপ, আকাশদীপরা ৪টি ম্যাচে সরাসরি জয় পেয়েছেন। যার মধ্যে দুটি ম্যাচে বাংলার ইনিংস জয়। দু’ই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন আকাশদীপ। গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতে বাংলার এই সাফল্য বঙ্গ ক্রিকেটপ্রেমীদের এবার স্বপ্ন দেখাচ্ছে। ওড়িশার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলা। প্রথম ইনিংসে অনুষ্টুপের সেঞ্চুরির সুবাদে বাংলার ৪১৯ রানের জবাবে হরিয়ানা প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৬৩ ও২০৬ রান করে। ১২৯ রানে ১ উইকেট থেকে তৃতীয় দিনের শেষে হরিয়ানা ৭ উইকেটে ১৭৭ রানে প্রায় ধ্বসে পড়ে আকাশদীপ, মুকেশ কুমার ও ঈশান পোড়েলদের দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে। হরিয়ানার পক্ষে যুবরাজ সিং সর্বাধিক ৭৮ রান করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর