ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: বাংলার ইতিহাসে নজির বিহীন ঘটনা | রাস্তা গড়ছেন খোদ বিধায়িকা। 

বাংলা আজ দু’টুকরো!

পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটলো এক নজির বিহীন ঘটনা। বিধায়িকা নিজের হাতে পাথর বোঝাই করে মাথায় তুলে নিয়ে ফেলছেন অন্যত্র। কোদাল মাটি দিয়ে কেটে সমান করছেন রাস্তা। বাংলার মানুষ শহরের বিধায়কদের দেখেন। বিলাসবহুল জীবন যাত্রা তাদের। তাই এই ছবি হয়তো বিরল থেকে বিরলতম।

একজন বিধায়িকাকে অবশেষে রাস্তা মেরামতির কাজে হাত লাগাতে হল। বিধায়িকা নিজের মুখে বললেন, সাইকেল তো অনেক দুর, এমনকি হেঁটে যাওয়ার মত অবস্থা নেই এই রাস্তায়। এই বিষয়ে বারবার তিনি বিডিও অফিস ও এলাকার পঞ্চায়েতকেও জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। এমনকি নিজের বিধায়ক ফান্ড থেকে টাকা দিয়ে কাজ করার ক্ষেত্রেও বাধা দিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ করেছেন তিনি। ২০০৮ সাল থেকে এই রাস্তার জন্য সমস্যায় পড়েছেন মানুষজন। আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি। তার অভিযোগ যেহেতু তিনি বিজেপি দলের প্রতিনিধি তাই রং দেখেই তার কাজে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করা হচ্ছে।

বিভিন্ন প্রকল্পে বঞ্চনার শিকার হয়েছে বাংলা তাও আবার শাসকদলের নেতা মন্ত্রীদের থেকে। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা, এছাড়া আছে আরও বিভিন্ন ধরনের প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতি। অভিনব উদ্যোগ বাঁকুড়ার সালতরার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরির। খানাখন্দে ভরা বাঁকুড়ার রাস্তাঘাট। পরিস্থিতি এতটাই খারাপ যে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না সামান্য সাইকেল। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও ঘুম ভাঙছে না প্রশাসনের। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাল তোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পথশ্রী প্রকল্পের ঘোষণা শোনা গিয়েছিল। কিন্তু তারপরেও দিকে দিকে রাস্তার বেহাল দশা। নিজের বিধায়ক ফান্ডের টাকা পেয়েও কাজে বাধা দিচ্ছে শাসক দল। অর্থাৎ তার বক্তব্য বিজেপি দলের বিধায়ক হওয়ার জন্য তিনি মানুষের উন্নয়ন করতে পারছেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় তিনি যখন বিরোধীদলে ছিলেন সেই সময় নিজে হাতে ইট পেতে রাস্তা বানিয়ে ছিলেন। আর এখন তিনি যখন শাসক দলে, আর তার বিরোধীরা নিজে হাতে রাস্তা বানাচ্ছেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর