ইভিএম নিউজ, ১৩ মার্চঃ মানুষের জন্য রেস্তোরাঁর তো ছড়াছড়ি চারদিকে। যেদিকেই তাকানো যায় রেস্তোরাঁ ঠিক থাকবেই। কিন্তু প্রাণীদের জন্য রেস্তোরাঁ কি কোথাও কি দেখেছেন? জানি, উত্তরটা না-ই হবে। কিন্তু এবার সত্যিই দেখতে পাবেন বাঁদরদের জন্য রেস্তোরাঁ। সেখানে প্রবেশাধিকার পাবে শুধু বাঁদররাই। অবাক হচ্ছেন? এটাই সত্যি।

কেরালার কাসারগোড়ে রাস্তার পাশেই একটি মন্দির রয়েছে। মন্দির লাগোয়া সেই রাস্তায় সবসময়ই যান চলাচল হয়। আর এই মন্দিরের চারপাশে অনেক বাঁদরের বসবাস। খাবারের খোঁজ করতে করতে তারা সেই ব্যস্ত রাস্তার মাঝে চলে আসে। ফলে দুরন্ত গতিতে ছুটে চলা গাড়ির বলি হয় ওই বাঁদরগুলো। বাঁদরদের এমন করুন পরিণতি দেখেই মন্দির কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগ।

মন্দির কর্তৃপক্ষর মতে, খাবারের খোঁজে এসে বাঁদরদের এভাবে বেঘোরে প্রাণ হারানো মেনে নিতে পারেননি মন্দির কমিটির কোনও সদস্যই। তাই তারা সিদ্ধান্ত নেন, ওই মন্দির সংলগ্ন এলাকায় একটি জায়গায় স্থায়ী ঘর তৈরি করা হবে। সেই ঘরে টেবিল পাতা থাকবে ঠিক রেস্তোরাঁরই মতো। ওই মন্দিরে ভক্তরা পুজো দিতে এলে সেই ঘরে টেবিলের ওপর বাঁদরদের জন্য খাবার  রেখে যেতে পারেন। তাদের যখনই মন চাইবে তখনই তারা টেবিল থেকে খাবার নিতে পারবে। পেটপুরে খেতে পারবে। আর বাঁদরদের তো কোনও বিল পেমেন্ট করার বালাই নেই। তবে বিল পেমেন্ট এর ব্যাপার নেই শুনে আপনি আবার ও মুখো হওয়ার চেষ্টা করবেন না যেন, কারণ এই ঘর সম্পূর্ণভাবে বাঁদরদের জন্যই সংরক্ষিত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর