ব্যুরো নিউজ, ১ জানুয়ারি: বর্ষ শেষে বিজয় সেলিব্রেশন নয়, বাগানে হারের হতাশা

বুধবার যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল মোহনবাগান। ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রস ডায়ামনটাকস। সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হল এবং এক গোলেই ম্যাচ জিতল কেরালা। আর বর্ষ শেষে হারের হতাশা মোহনবাগানের।

বর্ষবরণের রাতে বিপত্তি! পুড়ে ছাই ৫০টিরও বেশি ঘর

এদিন হার দিয়েই বছর শেষ করল মোহনবাগান। লিগ তালিকায় বাগান পাঁচ নম্বরে। মোহনবাগানকে হারিয়ে শীর্ষে উঠল কেরালা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা গোয়ার ৯ ম্যাচে ২৩ পয়েন্ট। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ওড়িশা এফসি। চার নম্বরে মুম্বই সিটি এফসি-র ১৯ পয়েন্ট। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে মোহনবাগান। ইস্টবেঙ্গল রয়েছে সপ্তম স্থানে।

এদিনের হারে বেশ চাপে রয়েছে মোহনবাগান। মুম্বই সিটির বিরুদ্ধে হার দিয়ে শুরু হয়েছিল তাদের ‘হারের অভিযান’। মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর থেকেই সমর্থকদের ক্ষোভ নজরে পড়েছিল। ফেরান্দোর বিরুদ্ধে ‘গো ব্যাক’ চিৎকার শোনা গিয়েছিল। কেরলের বিরুদ্ধে হারের পর সেই ক্ষোভ যে আরও জোরালো হবে তা বলাই যায়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর