ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: বর্ষাবাধায় অমীমাংসিত ‘ওয়াঘা যুদ্ধ’। শনিবার বৃষ্টির কারণেই অমমাংসিত থাকলো ইন্দো-পাক যুদ্ধ। দুই দলকেই দেওয়া হলো ১ টি করে পয়েন্ট। ফলে, ২ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে সুপার ফোরে পৌঁছে গেলো পাকিস্তান ।

কিংস কাপ খেলতে ভারতীয় দল গঠন

ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান করে শাহিনকে উইকেট দেন রোহিত । গিলকে বোল্ড করেন হ্যারিস রউফ। ভিরাটকেও বোল্ড আউট করেন শাহীন। শাহিনের বর্শার গতিতে আসা বলগুলি যেনও ফালা ফালা করে দিচ্ছিলো ভারতের উইকেট। ঈশান ও হার্দিক নামার পর কিছুটা খেলা ধরলেন তারা।

মূলত ঈশানের ৮১ বলে ৮২ ও হার্দিকের ৯০ বলে ৮৭ রানের উপর ভর করেই ভারত ২৬৬ রানের লক্ষ্য গড়ে তুলতে সক্ষম হয়। তবে পাকিস্তানের ইনিংস শুরুর আগে ঘটে বিপত্তি। বৃষ্টির কারণে বেশ খানিকক্ষণ ম্যাচ বন্ধ থাকার পর সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ পরিত্যক্ত। তারপরই নিয়মানুযায়ী পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের মধ্যে। প্যাভিলিয়নেই করমর্দন সারেন বিরাট, বাবররা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর