মিশন রঞ্জি ট্রফির সেমিফাইনাল। বুধবার ইন্দোরে হোলগার স্টেডিয়ামে বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। গত বছর এই মধ্যপ্রদেশের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলার। শেষ দু বছর সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এবার বদলার ম্যাচে মধ্যপ্রদেশ কে হারিয়ে ফাইনালে ওঠাই টার্গেট বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লার। ইন্দোরে হোলকার স্টেডিয়ামের বাইশ গজের পিচ দেখে বাংলা কোচ দুই স্পিনার নিয়ে মাঠে নামার কথা ভাবছেন। অথচ চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে পেস বোলাররা। মুকেশ কুমার, আকাশদীপ, ইশান পোড়েল ত্রয়ী যে কোনো দলের কাছে ত্রাস হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশ কোনো ভাবেই যে সবুজ উইকেটে বাংলা দলকে স্বাগত জানাবে তা নয়। স্পিন সহায়ক উইকেট হতে পারে এই ধারণা থেকে দুই স্পিনার নিয়ে খেলার কথা ভাবছেন বাংলা কোচ লক্ষ্মী রতন শুক্লা এবং অধিনায়ক মনোজ তিওয়ারি।তাই শাহবাজ আহমেদের সঙ্গে খেলানো হবে করণলাল কে। এই মাঠেই বছর দশেক আগে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়েছিল অধিনায়ক হিসেবে মাঠে নামা লক্ষ্মী রতন শুক্লার। অধিনায়ক হিসেবে যা পারেন নি, এবার কোচ হিসেবে সেই স্বপ্ন পূরণ করতে পারেন কিনা সেটা অবশ্য সময় ই বলবে