অরূপ পাল, ১ লা মার্চঃ গত মরসুমে আই এস এল টুর্নামেন্টে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল করে ছিলেন এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো। বাইশ ম্যাচে আট টি গোল করেছিলেন তিনি। অথচ এবার একেবারে ছন্দে ছন্দে নেই তিনি। কুড়ি ম্যাচে তাঁর গোল সংখ্যা মাত্র একটি। আর এ জন্যই আপাতত লিস্টন কোলাসোর জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। বড় ম্যাচ ভুলে আপাতত মোহন কোচ জুয়ান ফেরেন্দোর পাখির চোখ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফ সি ম্যাচ। ওড়িশা এফ সি কে হারিয়ে সেমিফাইনালে হায়দরাবাদ এফ সি র বিরুদ্ধে খেলতে নামার ভাবনা মোহন কোচের। আর এজন্য অনুশীলনে ব্যস্ত পুরো মোহনবাগান দল। ওড়িশা ম্যাচের প্রস্তুতিতে বেশ নজর কাড়ছেন লিস্টন কোলাসো।
দু দিনের অনুশীলন ম্যাচে তাঁর গোল সংখ্যা তিনটি। তবু তাকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। তার কারণ ইস্টবেঙ্গল ম্যাচে বেশ ভালো খেলেছেন দুই ভারতীয় ফুটবলার মনবীর সিং এবং আশিক কুরুনিয়ন। এছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন কার্ল ম্যাকহিউ। যিনি কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। শুধু স্ট্রাইকার পজিশন নয়, ডিফেন্সে কাকে খেলাবেন তা নিয়েও চিন্তিত বাগান কোচ। কারড সম্যাসা কাটিয়ে দলে ফিরছেন ব্রেন্ডন হামিল। আবার বড় ম্যাচে মাঠে নেমে ডিফেন্সে ভরসা জুগিয়েছেন স্লাভাকো। শুধু ডিফেন্স সামলানো নয়, ইস্টবেঙ্গল ম্যাচে স্লাভাকো গোল ও করেছেন। সব মিলিয়ে ওড়িশা ম্যাচের আগে চোট সারিয়ে মোহনবাগান একেবারে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। এটাই বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো কে। আর এই আত্মবিশ্বাস সম্বল করেই ঘরের মাঠে ওড়িশা বধের প্রস্তুতি তে এটিকে মোহনবাগান।