অরূপ পাল, ২০ ফেব্রুয়ারিঃ আই এস এল টুর্নামেন্টে বড় ম্যাচ খেলতে নামার আগে জয়ের সরণিতে ফিরল ইমামী ইস্টবেঙ্গল। শনিবার ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। তার আগে অ্যাওয়ে ম্যাচে মুম্বাই এফ সি র বিরুদ্ধে ইস্টবেঙ্গল জয় পেল এক শূন্য গোলে। ‌জয়ের ফলে বড় ম্যাচের আগে অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেল স্টিফেন কনস্ট্যানটাইনের দল।

অ্যাওয়ে ম্যাচের শুরু থেকে আক্রমনে ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল।‌মাঝ মাঠে লাল হলুদ জার্সি গায়ে খেলতে নেমে মাঝ মাঠে নির্ভরতা দেন অ্যালেক্স লিমা। তবু প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সাত মিনিটে জয়সূচক গোলটি করেন মহেশ সিং।‌ সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জয় পেতে পারত ইস্টবেঙ্গল। মুম্বাই গোলরক্ষক কে একা পেয়েও গোল করতে পারেননি ভি পি সুহেল। দুটি সহজ সুযোগ নষ্ট করেন সুহের। দলকে জয় এনে দিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন মহেশ। উনিশ ম্যাচে উনিশ পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানে উঠে এল ইমামি ইস্টবেঙ্গল। ম্যাচ হারলেও লিগ টেবিলের শীর্ষে থেকেই নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মুম্বাই সিটি এফ সি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর