ইভিএম নিউজ ব্যুরো,১০ ফ্রেব্রুয়ারিঃ বছরের প্রথম মহাকাশের উদ্দেশে উড়ে গেল ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’ রকেট (SSLV-D2 )। এটা ইসরোর এই বছরের প্রথম উৎক্ষেপণ ছিল। আজ সকাল ৯টা ১৮ মিনিট ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’ মহাকাশের উদ্দেশে উড়ে যায়। উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে মোট তিনটি উপগ্রহ লঞ্চ করল ইসরো।সেগুলি হল, -ইওএস-সেভেন (EOS-07), জানুস- ওয়ান(Janus-1) এবং আযাদিএসএটি-টু( AzaadiSAT-2) রকেটটি লম্বায় ৩৪ মিটার ।উৎক্ষেপণের আগে প্রায় সাড়ে ছ’ঘণ্টার কাউন্টডাউন হয়।
মহাকাশে ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে এই তিন স্যাটেলাইটকে স্থাপন করতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এসএসএল্ভি-ডি টু উৎক্ষেপণ করে ইসরো। এদিকে Janus-1 স্যাটেলাইটটি মার্কিন ভিত্তিক আন্তারিস সংস্থার তৈরি। তাছাড়া রকেটে থাকা তৃতীয় স্যাটেলাইটটি ছিল AzaadiSAT-2। এই উপগ্রহটি চেন্নাই ভিত্তিক স্পেস কিডস ইন্ডিয়ার তৈরি। এর মধ্যে EOS-07 স্যাটেলাইটটি ১৫৬.৩ কেজি ওজনের। Janus-1 স্যাটেলাইটটির ওজন ১০.২ কেজি। এদিকে AzaadiSAT-2 উপগ্রহটির ওজন ৮.৭ কেজি। এর আগে ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে’র প্রথম সংস্করণের উৎক্ষেপণ হয়েছিল গতবছর ৭ অগস্ট। তবে সেই উৎক্ষেপণ আংশিক ভাবে সফল হয়েছিল। কক্ষপথ থেকে কিছুটা সরে গিয়েছিল রকেটটি। এই এসএসএলভি রকেটগুলি পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় ৫০০ কেজি পেলোড নিয়ে যেতে পারে।