দুদিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শহরে এসে পৌঁছেছেন। সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধির দিনেই এই সফরে একগুচ্ছ দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। তিনি বেথুয়াডহরিতে জনসম্পর্ক করবেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলকে সাফল্যের রাস্তায় নিয়ে যেতে বঙ্গের বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে বিভিন্ন আলোচনাতেও বসবেন বলে সুত্রের খবর। বঙ্গে বিজেপিকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনগুলিতে ফসল তুলতে তৎপর গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপির নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী। অর্থাৎ বিজেপির নির্বাচনী প্রস্তুতির রিহার্সাল ইতিমধ্যেই শুরু। সেই পথ ধরেই বিজেপির পালে বাড়তি হাওয়া দিতে বৃহস্পতিবার সকালে নদিয়া পৌঁছে গেলেন জেপি নাড্ডা। মন্দির নগরী মায়াপুর ইসকনে যান তিনি। হেলিকপ্টার থেকে নামার পর প্রথমেই তিনি ইসকনের চন্দ্রদ্বয় মন্দিরে পূজার্চনা সারেন। মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতায় যোগ দেন। এরপর মন্দিরে প্রসাদ গ্রহণ করবেন জেপি নাড্ডা। পরে দলীয় জনসভায় বেথুয়াডহরির উদ্দেশ্যে রওনা হয়ে যান। জেপি নাড্ডার সঙ্গে ইসকন মন্দিরে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য জেলা ও রাজ্য বিজেপি নেতৃবৃন্দ।