বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ ঈদ ও নববর্ষের আগেই ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত হলেন  কোচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাট বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী। মাঝরাতেই নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় তুফানগঞ্জের ১৬ টি দোকান। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ীদের অনুমান, ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার কাছাকাছি ।  আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অসম ও বাংলা দুই রাজ্যর দমকলের  মোট ৬ টি ইঞ্জিন। প্রথমে খবর পেয়ে প্রতিবেশী অসমের গোলকগঞ্জ এবং ধুবড়ি থেকেও দমকলের দুটি ইঞ্জিন এসে মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করে।

সূত্রের খবর, বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ বাজার সংলগ্ন রাস্তার ধারে এক দর্জির দোকান থেকে অগুনের শিখা বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অসম ও বাংলা দুই রাজ্যর দমকলের ৬ টি ইঞ্জিন। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও প্রসেনজিৎ কুন্ডুও খবর পেয়ে পৌঁছে যান বক্সিরহাট বাজারে। গত দু’বছর আগেও  এক ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক  দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই বাজারে। এই প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান, এ সামনেই বড় দুটি উৎসব। ফলে দোকানে অনেক নতুন ও অনেক বেশি পরিমাণে  মালপত্র তুলেছিলাম। সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। অতি শীঘ্র সরকারি সহযোগিতা না পেলে  পথে বসতে বাধ্য হব।( EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর