রাজীব ঘোষ, ১৭ সেপ্টেম্বর: ফ্যাশন বাজার দখলে আনতে মেড ইন ইন্ডিয়া প্রোগ্রাম Myntra-র
দেশজুড়ে মেক ইন ইন্ডিয়া ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা প্রসারের লক্ষ্যে কাজ করা শুরু করতে চলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা Myntra। সেই লক্ষ্যে ইতিমধ্যেই সংস্থার তরফে Myntra Rising STARS নামকরণ দিয়ে একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যার মূল উদ্দেশ্য হলো, দেশের অন্দরে D2C Ecosystem-কে আরও আধুনিক ও শক্তিশালী করে তোলা। যার ফলে দেশজুড়ে গ্রাহকেরা আরও ভালোভাবে পরিষেবা পেতে পারেন ও নিজের পছন্দের সেই পণ্য Myntra Platform থেকে বহু প্রোডাক্টের মধ্যে থেকে বাছাই করে নিতে পারেন।
পুজোর সময় শেয়ারে লগ্নি করলেই কেল্লাফতে!
একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, আর মাস কয়েকের মধ্যেই Myntra-র তরফে ২০০টি Digital First Make in India ফ্যাশন, হোম অ্যান্ড এক্সেসরিজ ব্র্যান্ড, ফুটওয়্যার-সহ বিভিন্ন সংস্থার আত্মপ্রকাশ ঘটতে চলেছে এই সংস্থার ঘোষিত নতুন প্ল্যাটফর্মে। এই সমস্ত ব্র্যান্ডের ব্যবসা আরও দ্রুতগতিতে প্রসারিত করতে Myntra End to End সিস্টেম সহায়তা করবে।
ইন্ডিয়া এবার ভারত! আর কোন কোন দেশের নাম বদলেছে?
এই প্রসঙ্গে Myntra-র চিফ বিজনেস অফিসার জানান, গ্রাহকদের পছন্দসই ফ্যাশনের সঙ্গে ডিরেক্ট টু কাস্টমার ব্র্যান্ডগুলি দেশে ব্যবসায়িক খ্যাতের বিকাশে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। আর সেই দিকে নজর দিয়েই Myntra Rising Stars প্রোগ্রাম শুরু করা হয়েছে। গ্রাহকেরা এই নতুন প্ল্যাটফর্মে পছন্দ সই পন্য কেনার সময় বিভিন্ন ধরনের অফারেরও সুবিধা পাবেন। আর এই নতুন প্রোগ্রামের মাধ্যমে বিপুল সংখ্যায় নতুন গ্রাহককে ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০২৭ সালের মধ্যে অনলাইনে সংস্থার ক্রেতার সংখ্যা ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে কোম্পানির তরফে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে ফ্যাশনের D2C বাজারের একটা বড় অংশ এই সংস্থা দখল করে রেখেছে। ২০২৫ সালের মধ্যে ৪২.৩ বিলিয়নের রেকর্ড অঙ্কে পৌঁছতে পারে। আর সেই কারণেই Myntra-র তরফে ডিরেক্ট টু কাস্টমার মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডগুলোর জন্য এই প্ল্যাটফর্মকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যাতে কোম্পানি বা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য পূরণ করতে পারে।
G-20-র প্রভাব শেয়ার বাজারে | কোন শেয়ারে মালামাল হবেন?
সেই দিকে সহায়তার লক্ষ্যে সংস্থার তরফে ব্যবসার খরচ, গ্রাহক ধরে রাখার বিষয়, ব্র্যান্ড নির্মাণের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন সংস্থা লক্ষাধিক গ্রাহকের কাছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারবে। ইভিএম নিউজ