ইভিএম নিউজ ব্যুরো, ১৮ ফেব্রুয়ারিঃ ২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ায় একের পর এক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। একবছর পরও সেই মৃত্যু ধারাকে অব্যাহত রেখে তাতে নতুন সংযোজন আরও এক পুতিন ঘনিষ্ঠের নাম। বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি বহুতলের ১৬ তলার একটি জানালা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম মারিনা ইয়ানকিনা।
রাশিয়ার প্রতিরক্ষা দফতরের দায়িত্বে থাকা ৫৮ বছর বয়সি মারিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগানের মূল কারিগর ছিলেন বলে জানা যায়।

প্রাথমিক তদন্তের রিপোর্টে এই মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করা হলেও এর পেছনে অন্য কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, ২০২২ সালেরই ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে রুশ মেজর জেনারেল ভ্লাদিমির মাকারোভের মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে তৈরি হয়েছিল নানান জল্পনা। মাকারোভের কাজ ছিল রাশিয়ার সরকার বিরোধী মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের খুঁজে বার করে তাঁদের চিহ্নিত করা। জানা যায়, এই ঘটনার কিছুদিন আগেই পুতিন তাঁকে সেই দায়িত্ব থেকে অপসারণ করেছিলেন।মিডিয়া রিপোর্টের অনুমান মাকারোভ নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী হয়েছেন।

শুধু মারিনা বা মাকারোভ নয়, যুদ্ধ চলাকালীন সময়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এই সমস্ত মৃত্যুর মধ্যেই একটা সাদৃশ্যতা লক্ষ্য করা গিয়েছে যে কারোরই মৃত্যু স্বাভাবিক নয় এবং এঁদের সকলেই হয় ধনকুবের নয়তো প্রভাবশালী ব্যক্তি। তবে কি কোন অজানা শক্তি যুদ্ধ সংক্রান্ত কোন গোপন তথ্য লোপাটের উদ্দেশ্যে এই হত্যা লীলা চালাচ্ছে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে পর্যবেক্ষক মহলে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর