সরকারি
ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: ফের বিতর্কে সরকারি নীল সাদা স্কুল ইউনিফর্ম
জলপাইগুড়ি শহরের প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম হল ফণীন্দ্র দেব বিদ্যালয়। এই স্কুলের ইউনিফর্ম সাদা জামা আর খাকি রঙের প্যান্ট, যা গত ১০০ বছরের বেশি সময় ধরে ওই স্কুলের ঐতিহ্য বহন করে আসছে বলে পড়ুয়াদের দাবি। কিন্তু এদিকে গত বছর সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের সমস্ত স্কুলের পোশাকের রং এক হবে। সেই মতো স্কুলগুলিতে নীল প্যান্ট ও  সাদা জামা সরবরাহ করা হয়। গত বছর পড়ুয়ারা ওই পোশাক নিতে অস্বীকার করে। আবার কেউ কেউ সেই পোশাক ফিরিয়েও দেয়।
কিন্তু এইবার স্কুল থেকে সরবরাহ করা নীল রঙের প্যান্ট পছন্দ না হওয়ায় স্কুলের সামনেই সেই প্যান্ট ছিঁড়ে ফেলে দিয়ে গেল একদল স্কুল ছাত্র। এর ফলে ফের বিতর্কে জরাল সরকারি নীল সাদা স্কুল ইউনিফর্ম। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে নতুন পোশাক সরবরাহ করে পড়ুয়ারা। নীল প্যান্ট পছন্দ না হওয়ায় পড়ুয়াদের একাংশ স্কুল ছুটির পর নীল প্যান্ট ছিঁড়ে স্কুলের সামনে ফেলে দিয়ে চলে যায়।
স্কুলের অশিক্ষক কর্মচারী জয়প্রকাশ কামাত জানান, যে প্যান্টগুলি ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে আছে সেইগুলি সরকারের তরফে ছাত্রদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু ছাত্ররা স্কুলের পুরনো ইউনিফর্ম ছেড়ে নতুন নীল প্যান্ট পরতে চাইছে না। তাই ওইভাবে ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর