এবার

ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: ফের বাঘের হদিশ নেওরাভ্যালিতে 

বছর দুয়েক আগেই উঃ বঙ্গের পাহাড়ের জঙ্গলে বনদফতরের ক্যামেরায় ধরা পড়েছিলো ডোরাকাটা দক্ষিন রায়ের ছবি। মাঝের দু’বছর তেমন দেখা দেয়নি বাঘ মামা। উঃ বঙ্গের নেওরাভ্যালির পাহাড়ি জঙ্গলে তাঁর যে অবাধ বিচরণ বিশাল এলাকা জুড়ে, সে ছবি আবার ধরা পড়লো চলতি সপ্তাহে বড়দিনের সময়। রীতিমতো হৃষ্টপুষ্ট বাঘ মামা ঘুরে বেড়াচ্ছেন সমতল থেকে প্রায় ১১ হাজার ফুট উঁচুতে। বিভিন্ন গাছে লাগানো ট্র্যাপ ক্যামেরায় সেই ছবি পেয়ে বনদফতর কর্মীরা রীতিমতো উল্লসিত।

২০২৪-এ কতদিন ছুটি? তালিকা প্রকাশ করল কেন্দ্র

সদ্য যে ছবি পাওয়া গিয়েছে সেখানে একটি দিনের বেলার আর অপরটি রাতের। আর তাতেই সন্দেহ দানা বেঁধেছে। একটি বাঘেরই দুটি ছবি, নাকি দুটি ছবি দুটি আলাদা বাঘের? সেই বিশ্লেষণেই ব্যস্ত বাঘ বিশেষজ্ঞরা। তবে পর্যটকদের জন্য এই খবর যথেষ্ট আকর্ষণীয় হলেও বনদফতর কিন্তু সতর্কতা জারি রেখেছে। গরুমারা বনবিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সিং জানান, টানা দুমাস ধরে জঙ্গলের একটি নির্দিষ্ট অংশে বারবার ওই বাঘের ছবি ধরা পরছে। ওই এলাকাটিতে প্রোজেক্ট টাইগারের অধীনে এনে বাঘ সংরক্ষনের উপর জোর দেওয়ার প্রস্তাব তাঁরা রাজ্য বনদফতরের কর্তাদের কাছে পাঠাবেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর