ইভিএম নিউজ ব্যুরো, ২০ মার্চঃ ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানের নামলো শিলিগুড়ি পৌরনিগম । ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে অবৈধ নির্মাণের বিরুদ্ধে আসা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ১০ নম্বর ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে নামে পৌর নিগম কর্তৃপক্ষ। এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনাও ছড়ায় ওই এলাকায়।
পৌরনিগমের বিরুদ্ধে অভিযোগ, কর্তৃপক্ষ আগাম কোন নোটিশ ছাড়াই এদিন অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করে। যদিও, আগাম নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পৌর নিগম কর্তৃপক্ষ।
নোটিশ দেওয়ার পরও কোনো উচ্চবাচ্য করেনি সংশ্লিষ্ট অবৈধ নির্মাণকারী মালিকরা। যে কারণে এদিন পুরনিগমের উদ্যোগে এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।