অরূপ পাল, ২২ ফেব্রুয়ারিঃ অর্জূন পুরস্কার পাওয়ার জন্য এই মরসুমে তাঁর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু তিনি, জেজে লালপেখলুয়া, হাঁটুর চোটের জন্য ক্লাব ফুটবলে র পাশাপাশি সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মাত্র বত্রিশ বছর বয়সে সব ধরনের ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন বলে অবাক হয়ে গিয়েছেন ফুটবল প্রেমী মানুষ। সুনীল ছেত্রীর পর ভারতীয় ফুটবলে সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত জেজে।‌জেজের মতো প্রতিভাবান ফুটবলারের যাবতীয় স্তরের ফুটবল থেকে অবসর নেওয়ার জন্য বত্রিশ বছর টা একেবারে স্বাভাবিক নয়। বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী যখন সিনিয়র ভারতীয় দলের জার্সি গায়ে খেলছেন তখন জেজে জুনিয়র জাতীয় দলের ফুটবলার। ভারতীয় ফুটবল দলের হয়ে বাইচুং অবসর নেওয়ার পর জেজে জাতীয় দলের সিনিয়র বিভাগে সুযোগ পান। ভারতীয় সিনিয়র দলের জার্সি গায়ে প্রথম তিনটি ম্যাচে চার গোল করে চমক দেখান জেজে। দেশের জার্সি গায়ে ছাপান্ন টি ম্যাচে জেজের গোল সংখ্যা তেইশ টি। আই এস এল টুর্নামেন্টে ভারতীয় ফুটবলার হিসেবে জেজে চব্বিশ টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। সবার শীর্ষে রয়েছেন সুনীল ছেত্রী। মোহনবাগান জার্সি গায়ে জিতেছেন আই লিগ,ফেডারেশন কাপ। চেন্নাইয়িনের হয়ে দু বার আই এস এল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। দু হাজার পনেরো সালে ভারতীয় ফুটবলার হিসেবে পেয়েছেন সেরা ফুটবলারের স্বীকৃতি। দু হাজার উনিশ সালে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলার পর চোট পেয়ে ফুটবল থেকে অবসর নেওয়ার ভাবনা। তবে মাঠ থেকে সরে যাবেন না তিনি। এবার জেজে লালপেখলুয়া কে দেখা যাবে কোচের ভূমিকায়। ইতিমধ্যে ডি লাইসেন্স কোচিং ডিগ্রি নিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর