ইভিএম নিউজ ব্যুরোঃ ভালোবাসার দিবসেই জড়িয়ে ধরুন গরুকে। এমনই বিবৃতি জারি করলো খোদ সরকার! হ্যাঁ ঠিকই শুনছেন। ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার পরিবর্তে গরুকে জড়িয়ে ধরার বার্তা সরকারের। সরকারের এমন বিবৃতি জারি করার কারণ কী?

পশুকল্যান দফতরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “সমস্ত গরুপ্রেমীরা আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি গরু আলিঙ্গন দিবস( Cow Hug Day) হিসাবে পালন করুন৷ তাতে মা গরুর গুরুত্ব আমাদের স্মরণে থাকবে৷ এবং আমাদের জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে৷ ওই বিবৃতিতেই আরও বলা হয়েছে, গরুকে জড়িয়ে ধরার ফলে মানসিক সমৃদ্ধি ঘটবে। শুধু তাই নয় ‘ব্যক্তিগত ও সমষ্টিগত সুখও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইনস ডে হিসাবেই সারা বিশ্বে পালন করা হয় ৷ কিন্তু এবার একটু ব্যতিক্রমী ভাবনা ৷ তবে অনেকেই এই বিষয়ে আপত্তি জানিয়েছেন ৷  তাছাড়া প্রেম দিবসে সরকারি স্তরে এমন বিবৃতি আগে কখনও জারি করা হয়েছে বলে মনে করতে পারছেন না কেউই।

ভ্যালেন্টাইনস ডে উদযাপন মূলত পশ্চিমী ভাবনা। মাত্র গত কয়েক দশক ধরেই এদেশে ভ্যালেন্টাইনস ডে পালনের চল শুরু হয়েছে। তবে প্রশ্ন একটাই ভালবেসে গরুকে জড়িয়ে ধরতে গেলে গো-মাতা সেটা ভালভাবে নেবেন তো? প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধন ঘটাতে গিয়ে গুঁতো খেয়ে হাসপাতালে ছুটতে হবে না তো?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর