প্রিমিয়ার

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: প্রিমিয়ার লিগে দুর্দান্ত প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের | ঘরের মাঠে চেলসির

প্রিমিয়ার লিগে দুরন্ত প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে চেলসিকে ২-১ গোলে হারাল এরিক টেন হ্যাগের দল। দলের হয়ে জোড়া গোল করলেন স্কট ম্যাকটমিনে। চেলসির হয়ে একটি গোল শোধ করেন কোল পালমার।

প্রিমিয়ার লিগে ফের চেনা ছন্দে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ চেলসি। খেলার ৭ মিনিটে বক্সের মধ্যে অ্যান্টনিকে ফাউল করেন এঞ্জো ফার্নান্ডেজ। ভিএআর দেখে ইউনাইটেডকে পেনাল্টি দেন রেফারি। তবে সেটা কাজে লাগাতে পারননি ব্রুনো ফার্নান্দেজ। ইউনাইটেড গোলরক্ষকের নেওয়া দুর্বল পেনাল্টি বাঁচিয়ে দেন চেলসি গোলরক্ষক রবার্টো স্যাঞ্চেজ।

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি | শপথবাক্য পাঠ করলেন উপ-মুখ্যমন্ত্রীও


খেলার ১৬ মিনিটে প্রথম পরাস্ত হন স্যাঞ্চেজ। জোরালো শটে ফিরতি বল জালে জড়ান স্কট ম্যাকটমিনে। তবে খেলার ৪৫ মিনিটে খেলায় সমতা ফেরায় চেলসি। মুদ্রিকের পাস ধরে ইউনাইটেডের তিন ডিফেন্ডারের নাকের ডগা দিয়ে নিচু শটে চমৎকার ফিনিশ করেন পালমার।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিজেদের দখলে রাখে ইউনাইটেড। ৬৯ মিনিটে ফের ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাকটমিনে। গোল করেন স্কটিশ মিডফিল্ডার। সব মিলিয়ে এই মরশুমে নিজেদের সেরা ম্যাচটি খেলেছে ইউনাইটেড। তবে এই ম্যাচ জিতে নিজেদের হারানো মনোবল ফিরে পেয়েছে ইউনাইটেড শিবির। সংবাদ মাধ্যমের সাহাজ্য নিয়ে লেখা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর