ইভিএম নিউজ, কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর নামে দুটি বৈধ পাসপোর্টের হদিস দেন সিবিআই গোয়েন্দারা । বুধবার এমনি চাঞ্চল্যকর তথ্য কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিলেন সি বি আই গোয়েন্দারা। এমন তথ্য হাতে পেয়ে বিস্মিত বিচারপতি আভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন , এটা কি করে সম্ভব ? তাঁর মন্তব্য , ‘ ছি ছি ছি ছি ! এইটা কি হচ্ছে ?’ এইদিন সি বি আই এর তরফে হাইকোর্টে প্রথমে জানানো হয় , হেফাজতে থাকা একজন ব্যক্তির কাছে দুটি বৈধ পাসপোর্ট রয়েছে ।সেই শুনে বিচারপতির প্রশ্ন, কার পাসপোর্ট ? মানিক ভট্টাচার্যের ? জবাবে সিবিয়াইয়ের তরফে হ্যাঁ জানানো হলেই বিচারপতি বিস্ময় প্রকাশ করেন । সিবিয়াইকে এই প্রশ্নও করেন, ‘ মানিক ভট্টাচার্য কতবার লন্ডনে গিয়েছেন ? তাঁর বাড়ির ঠিকানা জানেন ?’ একই সঙ্গে বিচারপতির সংযোজন , ‘আমি বলতে পারি শুনবেন ? লন্ডনে তার বাড়ির পাশে কার বাড়ি জানেন ? আমি জানি।’
গতকালই সিটের এর দায়িত্ব থেকে সরানো হয়েছে সোমনাথ বিশ্বাস নামে সিবিয়াই-এর এক তদন্তকারী আধিকারিককে। মানিকবাবুর বিদেশযাত্রা নিয়ে বিচারপতির কাছে যে তথ্য রয়েছে , সেই প্রসঙ্গ তুলে ধরে সিবিয়াইকে বিচারপতির প্রশ্ন, “ সব তদন্ত আমি করলে সোমনাথ বিশ্বাস কি করছিলেন ?” সিবিয়াইয়ের তরফে এদিন মানিক ভট্টাচার্য সংক্রান্ত বিষয়ে আদালত কে জানানো হয় তারা কিছু এসএমএস উদ্ধার করেছে । তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানিকের থেকে কিছু সূত্র পাওয়াও সম্ভব হয়েছে।এই বিষয়ে তারা তিন সপ্তাহ পর আদালতের কাছে রিপোর্ট পেশ করবেন ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর