ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: প্রয়াত চিত্র পরিচালক গৌতম হালদার
প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।
দীপাবলির মিষ্টির লিস্টে ক্ষীরমোহন মিস করবেন না
শুক্রবার সকাল থেকেই অসুস্থবোধ করছিলেন গৌতম হালদার। তারপরই তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পরিচালকের।
উল্লেখ্য, ২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘ভালো থেকো’। গৌতম হালদারের হাত ধরেই বড়পর্দায় পা রাখেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। বিদ্যা ছাড়াও অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ।
এই ছবিটিই বিদ্যা বালনের কেরিয়ারের প্রথম ছবি। ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয়। ২০১৯ সালে মুক্তি পায় গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার।
শুধু সিনেমা নয়, নাট্যজগতেও তার পরিচিতি ছিল। আসলে তিনি নাট্যজগতেরই মানুষ। গৌতম হালদারের রক্তকরবী নাটকটি বেশ জনপ্রিয়ও হয়। ইভিএম নিউজ