ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: প্রয়াত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। শুক্রবার সকালে, মা অসুস্থ থাকার কারণেই কলকাতায় আসেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। খবরে শোকের ছায়া পরিবারে।
প্রয়াত চিত্র পরিচালক গৌতম হালদার
গত বুধবার অসুস্থ হয়ে পড়েন নির্মলা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর সঙ্গে শেষ বারের মতো দেখা করতে গড়িয়া হাটের বাড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু তিনি গায়িকা ছিলেন তাই তাকে কেওড়াতলা মহাশ্মশানে গানে গানে গান স্যালুট দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক ছিল। শুক্রবার সকালে তিনি প্রয়াত হয়েছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। ইভিএম নিউজ