পোস্টমাস্টারের

ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি: পোস্টমাস্টারের সম্পত্তি বাজেয়াপ্ত 

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল পোস্টঅফিসের ফিক্সড ডিপোজিট ও অন্যান্য বিনিয়োগে সাধারণ মানুষের কয়েক কোটি টাকা জালিয়াতি করেছে। তমলুকের এক পোস্টমাস্টার লক্ষন হেম্ব্রম ওই টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। এব্যাপারে ইডি তদন্ত শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করে দিলো।

শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার হাইকোর্টে খুনের মামলা দায়ের

ওই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলো লক্ষন। ২০১৬- ১৭ সালে ময়নার রামচন্দ্রপুর সাব পোস্ট অফিসে পোস্টমাস্টারের দায়িত্বে ছিলেন লক্ষন। সেইসময় গ্রাহকদের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। লক্ষণকে ইডির কলকাতা অফিসে ডাকা হয়।

সে পালটা দাবি জানায়, তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাঁর বাড়িতে তদন্ত করে এবার বাস্তুভিটে বাদ দিয়ে বাকি জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করলো ইডি। লক্ষন জানান, ইডির ওই ৩- ৪ কোটির কোন হিসাবের কপি আমাকে দেওয়া হয়নি। অভিযোগ একপেশে। মামলা আদালতে উঠলে সেখানে তিনি হিসেব দেখতে চাইবেন। আমার অতিরিক্ত টাকা নেই। স্ত্রীর চাকরির টাকায় সংসার চলে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর