ইভিএম নিউজ ব্যুরো, ১০ জানুয়ারিঃ চলতি মরশুমে আনফিট ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে এটিকে-মোহনবাগানকে । সমর্থকদের হতাশ করে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছিল বর্ষীয়ান এই মিডফিল্ডারকে। সম্প্রতি পোগবার করা একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা । ছবিতে এটিকে-মোহনবাগানের জার্সি জড়িয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে কি চলতি মরশুমেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে এটিকে-মোহনবগানে ?
সমর্থকদের অবশ্য নাপসন্দ ফ্লোরেন্টিন পোগবা। বরং তিরিকেই বেশী চাইছেন তাঁরা। চলতি মরশুমেই তিরির সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে এটিকেমোহনবাগানের । অপরদিকে ২০২৪ সাল পর্যন্ত পোগবার সঙ্গে চুক্তি রয়েছে দলের । সেই দিক থেকে পোগবাকে রিলিজ করলে বড় অঙ্কের টাকা গুণতে হতে পারে এটিকে-মোহনবাগানকে । ফলে আগামী মরশুমে আনরেজিস্টার করে রাখা হতে পারে তাঁকে।
শোনা যাচ্ছে সমর্থকদের কথা চিন্তা করে তিরিকে নতুন চুক্তি পাঠাতে পারে এটিকে-মোহনবাগান। এই রকম পরিস্থিতিতে আগামী মরশুমে কাকে রেজিস্টার করবে টিম-ম্যানেজমেন্ট সেদিকেই তাকিয়ে সমর্থকেরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর