ব্যুরো নিউজ, ১ নভেম্বর: পূর্ব মেদিনীপুরে পঁচিশ টাকায় পেঁয়াজ
বাজারে পেঁয়াজের দ্রব্যমূল্য বেলাগাম। তাই এনসিসিএফ (NCCF) সংস্থার ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুরে ২৫ টাকা মূল্যে পেঁয়াজ দেওয়া হল সাধারণ মানুষকে। এদিন টোটো ও গাড়িতে করে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় NCCF সংস্থার পক্ষ থেকে ২৫ টাকায় পেঁয়াজ দেওয়া হয়।
খুচরা বাজারে ‘বাফার স্টক’ থেকে পেঁয়াজ প্রতি কেজি ২৫ টাকা ভর্তুকি দরে বিক্রি করা হচ্ছে। ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) ও ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ এই দুটি সমবায় সংস্থা মার্কেটিং ফেডারেশনের দোকান ও গাড়ির মাধ্যমে ২৫ টাকা কেজিতে বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি করছে। ইভিএম নিউজ