ইভিএম নিউজ ব্যুরো, ১৪ এপ্রিলঃময়নাগুড়ি ব্লকের একটি হিমঘরের ছাদ ভেঙে অ্যামোনিয়া গ্যাসের তিনটি পাইপ ফেটে অসুস্থ হয়ে যায় এলাকাবাসী কিছু মানুষ। ঘটনাস্থলে  পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী দমকল ও একাধিক এম্বুলেন্স।

জানা  গিয়েছে,বৃহস্পতিবার বাবা জল্পেশ প্রাইভেট লিমিটেডের হিমঘর থেকে একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা ।পরে দেখা যায় হিমঘরের ছাদটি বেঁকে গেছে। এর আগেও ৩-৪ দিন বারবার হিমঘর থেকে বিকট শব্দ  শোনা যাচ্ছিল। এর ফলে আতঙ্কে ওই এলাকার  বেশিরভাগ মানুষ বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়ি চলে যায়।  এদিনের বিস্ফোরণের ফলে অ্যামোনিয়া গ্যাসের পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস বের হতে থাকে। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে ওই এলাকার ভিলেজ পুলিশ কর্মী রামমোহন রায় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।  তবে সেখান থেকে  অসুস্থদের জলপাইগুড়িতে রেফার করা হয়।  বর্তমানে তারা জলপাইগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে তিনজন জলপাইগুড়ি টার্স নার্সিংহোমে ভর্তি রয়েছেন। তাদের নাম যথাক্রমে সীমা সেন বর্মন, অনিন্দিতা সেন  এবং নবীন কর্মকার।

পুলিশ কর্মী রামমোহন রায়  যে ভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গিয়েছেন তাতে এলাকার  সকল মানুষ তাকে ধন্যবাদ জানিয়েছেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর