ইভিএম নিউজ ব্যুরো, ৭ এপ্রিলঃ পুলিশের মানবিক রূপ দেখা গেল আবারও। মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি মোড়ে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে পড়ে ছিলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।  বয়স ৩৪-৩৫ -এর কাছাকাছি। দিনের পর দিন অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেও না দেখার ভান করে  মুখ ফিরিয়েছেন প্রায় সকলেই ।

আসলে ব্যস্ত জীবন তো! তাই নিজের কাজ থেকে সামান্য সময় বার করে অসহায়  মানুষটির পাশে  দাঁড়ানোর  ফুরসৎই বা কোথায় আমজনতার? তবে নজর এড়ায়নি  এক পুলিশ আধিকারিকের।  আর  একজন  গুড   সামারিটানের মতো দায়ও তুলে নিলেন কাঁধে।  তার বাড়ি এবং তার পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারেননি সেই ব্যক্তি। কথায় মধ্যে  অসামঞ্জস্যতা মেলায় ওই পুলিশ অফিসার বুঝতে পারেন তিনি মানসিক ভারসাম্যহীন। পায়ের নিচে একাংশে ঘাও হতে দেখা  গিয়েছে। তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে  সোজা চলে যান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা  করানো হয়। তবে এখানেই থামেননি ওই পুলিশ অফিসার। তার মাথার চুল কাটিয়ে, স্নান করিয়ে, পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে ধীরে ধীরে সুস্থ্য রূপ ফিরিয়ে দেন ।

দুবেলা যাতে ঠিক মতো  খাওয়া জোটে, তা  নিশ্চিত করতে তাকে নিয়ে যান একটি হোমে। সেখানে কিছুদিন থাকার পর বৃহস্পতিবার তাকে ইংরেজবাজার থানায়  নিয়ে আসেন। থানা থেকে  মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেন্টাল হসপিটালে। সহযোগিতা ও মানবিকতার পরশে আগামী দিনে মানসিক ভাবে সুস্থ্য হয়ে  যদি বাড়ি ফিরে পেতে পারে সেই যুবক, এই তৃপ্তি পেতেই বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত- জানালেন রথবাড়ি আউট পোস্ট এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর