ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: পুলিশের জালে ক্রিকেট বেটিং চক্রের মূল পাণ্ডা
মানিকচকে অনলাইন ক্রিকেট বেটিং চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ। পুলিশের হাতে ধরা পরেছে বেটিং চক্রের মূল পাণ্ডা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও ৯ জনের নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সুত্রে খবর বেশ কিছু দিন ধরেই এই ক্রিকেট বেটিং এর ব্যাবসা চলছিলো। এই নিয়ে পুলিশ গোপন তদন্ত করে মূল চক্রকে ধরেছে। ধৃতের নাম সোমদেব দাস। তার বয়স ২৯ বছর। সে মথুরাপুর এলাকার বাসিন্দা।
চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভের ৪৩১ দিন
পুলিশের অনুমান, গত আই পি এল থেকে এই চক্র বেশ সক্রিয় হয়ে ওঠে। পুলিশ আরও জানায় যে এই চক্র শুধু ক্রিকেটই নয়, বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতায় চক্রটি অনলাইনে বেটিং চালাত। আর শুধুমাত্র মানিকচক নয়, পার্শ্ববর্তী রতুয়া, চাঁচল ও উঃ মালদা জুড়ে এই বেটিং চক্র ছড়িয়ে আছে। সোমদেবের ফোন ঘেঁটে কয়েক কোটির অনলাইন বেটিংয়ের হদিস পায় পুলিশ। তারা আরও জানতে পারে যে এই ব্যাবসার সাথে যুক্ত রয়েছে মানিকচকের কয়েকজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ি।
মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার জানান, ধৃতকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে মানিকচকের বিভিন্ন এলাকার প্রায় ৭ জনের নাম বলেছে। সে জানিয়েছে চাঁচল থানার এক ব্যাক্তি এই চক্রের সাথে সরাসরি জড়িত। ধৃতের মোবাইল ফোন থেকে বিপুল পরিমানে টাকা লেনদেনের নথি পাওয়া গেছে। সেই লেনদেনের মাধ্যম খুঁজে দেখা হচ্ছে।
এই চক্রের সাথে আর কারা জড়িত তা জানতে সোমদেবকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এই চক্র শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝারখণ্ড ও বিহারেও সক্রিয় ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ইভিএম নিউজ