রাজীব ঘোষ, ২৫ সেপ্টেম্বর: পুজোর মুখে সাইক্লোন ‘তেজ’! বাংলায় প্রভাব কতটা?
পুরোদমে চলছে পুজোর প্রস্তুতি। পুজোর কেনাকাটা একেবারে জমে উঠেছে। দুর্গাপুজো মানেই শরতের আকাশে হিমেল পরশের অনুভূতি। এতদিন ধরে এমনটাই জেনে এসেছে আপামর বাঙালি। কিন্তু বেশ কয়েক বছর যাবত পুরনো সেই নিয়মে বদল ঘটছে। আর তার ফলেই মন খারাপ হয়ে যায় মানুষের।
সারা বছর তো এই একটা উৎসবের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় থাকে সবাই। কবে আসবে দুর্গাপুজো? একটু একটু করে পুজোর প্রস্তুতি নিতে শুরু করেন সকলে। আর পূজোর মুখেই আশঙ্কার কথা। ঘনিয়ে আসতে পারে দুর্যোগ।
২০২৪-এই আসছে ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ | বাড়বে কর্মসংস্থান
হ্যাঁ, এমন আশঙ্কার বার্তাই শুনিয়েছে (Weather Forecast) আবহাওয়া দফতর। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি তারা। তবে যতদূর জানা যাচ্ছে, অক্টোবরের গোড়াতেই এক বিরাট ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।
শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিবর্তিত হবে। আর সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সাইক্লোনের আকার নিতে পারে। আছড়ে পড়তে পারে (Cyclone Tej) সাইক্লোন ‘তেজ’।
আর এই খবর জানার পরেই আপামর বাঙালির মুখ ভার। সাইক্লোন ‘তেজ’ বাংলার উপরে কতটা প্রভাব ফেলবে? সেই খোঁজখবর নিতে শুরু করেছেন সকলেই। যদিও এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে সাইক্লোন তেজের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সোম, মঙ্গলবারের মধ্যে এই বিষয়টি পরিষ্কার হবে বলে অনুমান করা হচ্ছে।
এর আগে ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা রয়েছে বাংলার মানুষের। পুজোর মুখে ব্যাপক ঝড় বৃষ্টি দুর্যোগ হতেও দেখা গিয়েছে। যার ফলে পুজোর আনন্দ মাটি হয়ে যায়। তবে অনেক সময় সরাসরি ঘূর্ণিঝড় বাংলার উপরে প্রভাব না ফেলে পাশ কাটিয়ে অন্য রাজ্যে চলে যেতেও দেখা গিয়েছে। এবারও মনে করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশের উপকূল ও ওড়িশা সংলগ্ন এলাকায় সাইক্লোন ‘তেজ’ আছড়ে পড়তে পারে। বাংলায় সরাসরি কোনো প্রভাব না পড়লেও ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে যেহেতু অক্টোবরের গোড়ায় সাইক্লোন আসার কথা জানা যাচ্ছে। কিন্তু পুজো এবার বেশ কয়েকদিন পরে হওয়ার কারণে সকলেই চাইছেন পুজোর সময় যেন আবহাওয়া সুন্দর থাকে। অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা আপামর বাঙালি যেন দূর্গাপূজার সময় আনন্দে মেতে উঠতে পারেন। ইভিএম নিউজ