প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও রঞ্জি ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন অভিমন্যু, সুদীপদের। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে বাংলার বোলারদের বিধ্বংসী বোলিংয়ের বিরুদ্ধে বরোদা দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৮ রান। এই রান তারা করতে নেমে মনোজ তিওয়ারির বাংলা দল ৬৮ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৭৯ রান তুলে ছন্দে থাকা বরোদাকে ৭ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট তুলে নিলো। প্রথম ইনিংসে বরোদার ২৬৯ রানের জবাবে বাংলার ব্যাটিং বিপর্যয় হয়। বাংলা ৮০ রানে পিছিয়ে থেকে ১৮৯ রানে গুটিয়ে যায়। বরোদার দ্বিতীয় ইনিংসে মোক্ষম আঘাত হানেন বাংলার দুই বোলার মুকেশ কুমার ও সায়ন মন্ডল। বাংলার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও সুদীপ ঘরামি ও অধিনায়ক মনোজ তিওয়ারির পক্ষে দলকে লক্ষে পৌঁছে দিতে তেমন কোনো বেগ পেতে হয়নি। সুদীপ অপরাজিত থেকে যান ৭৬ রানে এবং মনোজের ব্যাট থেকে আসে অপরাজিত ৬০ রান। বাংলার রঞ্জি অভিযান এবার যথেষ্ট দাগ কাটার মতো। ৫ ম্যাচে বাংলার সংগৃহিত পয়েন্ট ২৫।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর