রাজ্যে পারদ ঊর্ধ্বমুখী। আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে ফের পারদ পতন। ফলে মাঝের এই দুদিন শুষ্ক আবহাওয়া ও শীতের হালকা আমেজ থাকবে । সংক্রান্তিতে পূর্ণার্থীরা পুণ্যস্নান করতে পারবেন অনেকটাই নিশ্চিন্তে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবংসর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা সহ রাজ্যগুলিতে শীতের আমেজ বহাল থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা । তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরের হওয়ার সম্ভাবনাও প্রবল থাকবে জানালো হাওয়া দফতর।
