আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাড়ছে তাপমাত্রার পারদ । কর্পূরের মতো মাঘেই উবে যাচ্ছে শীত। ক্রমশই চড়ছে পারদ। সরস্বতী পুজোতে দিনের বেলায় অল্প বিস্তর ঘাম ঝরতেও পারে। কলকাতার পাশাপাশি দক্ষিনবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । জানুয়ারির শেষ সপ্তাহেও শীতের কোন পূর্বাভাস নেই বলে জানা যাচ্ছে । কলকাতার পাশাপাশি জেলাগুলিতে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় শীতের উপস্থিতি নেই সেই সব অঞ্চলেও। সকাল সন্ধেয় শীতের আমেজ ওই পর্যন্তই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে অস্বস্তি বাড়ছে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
