ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফেব্রুয়ারিঃ শারীরিক নির্যাতন ,মায়ের চিকিৎসার অবহেলা , টাকা আত্মসাৎ থেকে শুরু করে পরকীয়া একের পর এক হিংসার একাধিক অভিযোগ ,স্বামী আদিলের বিরুদ্ধে আগেই এনেছিল রাখি সাওয়ান্ত। এবার তাঁর নতুন সংযোজন নগ্ন ভিডিও।
শুক্রবার রাখি জানান , ‘ আদিল আমার ন্যুড ভিডিও রেকর্ড করত। এই প্রসঙ্গে আমি সাইবার ক্রাইমে কেস করেছি।’ রাখি বলেন, ‘আমি এটার মিডিয়া ট্রায়াল চাই না। আমি আদালতে সব প্রমাণ জমা দিয়েছি। আমার আইনব্যবস্থা এবং পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে।’
প্রায় এক বছর আগেই রাখি ও তাঁর স্বামী আদিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু রাখির কথা অনুযায়ী আদিল সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে বারণ করেছিলেন। বিয়ের পর থেকেই আদিল রাখির ওপর অত্যাচার চালাতো বলে অভিযোগ করেন রাখি । এমনকি তলপেটে অস্ত্রোপচারের পরও আদিল সেখানে পা দিয়ে আঘাত করে। কিন্তু সেই মাত্রাও অতিক্রম করেছে আদিল। এবার তাঁর একান্ত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনায় সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন অভিনেত্রী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর