খুব শীঘ্রই আসছে প্রয়াত কিংবদন্তি  পরিচালক মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’। তারই প্রথম লুক সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ।পরিচালক সৃজিত মুখার্জীর হাত ধরেই বড়ো পর্দায় নতুনভাবে পরিবেশিত হবে এই ছবি  সমস্ত সিনেমাপ্রেমীদের কাছে । কিংবদন্তি মৃণাল সেনের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হুবহু যেন সেই  মৃণাল সেন। পাশাপাশি প্রকাশ্যে এসেছে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় মনামী ঘোষের লুকও। কালজয়ী পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকীতে পদাতিক বানানোর ঘোষনা করেন পরিচালক সৃজিত মুখার্জী । তাঁর ছেলের ভূমিকায় দেখা গিয়েছে সম্রাট চক্রবর্তীকে।  মৃণাল সেনের বাল্যকালের ভূমিকায় দেখা যাবে  কোরক সামন্তকে । এছাড়াও মেকআপ এর দায়িত্বে আছেন সোমনাথ  কুন্ডু। সূত্রে খবর, জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। ছবিতে  বয়স অনুযায়ী ৭ টি রূপে মৃণাল সেনকে ফুটিয়ে তুলেছেন পরিচালক সৃজিত । তাঁর ব্যাক্তিগত জীবন থেকে রাজনৈতিক দিক  সবকটিই তুলে ধরেছেন ছবিটির মাধ্যমে। এইপ্রসঙ্গে পরিচালক বলেন, মৃণাল সেনের মতো ব্যক্তিত্বের বায়োপিক  করতে পাড়া তার কাছে যথেষ্ট একটি উজ্জ্বল অধ্যায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর