নেপালের পোখরায় ৬৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পোখরায় যাচ্ছিল উড়ানটি। রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ অবতরণের সময় ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পরে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় । এখনও পর্যন্ত ৬৮ টি দেহ উদ্ধার হয়েছে । যেভাবে দাউ দাউ করে আগুন লেগে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে তাতে যাত্রী ও বিমান কর্মী সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।হেলিকপ্টার থেকে জল ঢেলে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় । ৬৮ জন যাত্রী ছাড়াও ওই বিমানটিতে ছিলেন চারজন বিমান কর্মীও । দুর্ঘটনার মধ্যে ৫ ভারতীয় সহ মোট ১৫ জন বিদেশি ছিলেন । তাদের সকলেরই মৃত্যু হয়েছে । দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন কোমল কেসি। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত বিমান বন্দরের কন্ট্রোল রুমে পৌঁছে যান নেপালের প্রধানমন্ত্রী পুস্পা কামাল দাহাল । কন্ট্রোল রুমে বসেই উদ্ধার কাজের তদারকি করেন তিনি । ব্ল্যাক বক্স উদ্ধার হলেই দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে । তবে গত ৮ বছরে ১২ বার নেপালে বিমান দুর্ঘটনা ঘটেছে । গত বছরেও বিমান দুর্ঘটনা ঘটেছিল সেখানে ।পর পর কেন এত দুর্ঘটনা , প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞমহলে । পোখরার বিমানবন্দর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে ভেঙ্গে পরে বিমানটি। মাঝ আকাশে বিমানটিতে আগুন ধরে গিয়েছিল ।
