ব্যুরো নিউজ, ৫ নভেম্বর: নেতাজি ইন্ডোরে চলছে আন্তর্জাতিক খেলনা হাট
সামনেই বিশ্ব বাণিজ্য সম্মেলন। তার আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুদিনের ভারত চেম্বার অব কমার্সের উদ্যোগে আন্তর্জাতিক খেলনা হাট শুরু হলো।
ব্লক অফিসে সরকারি নথি বিক্রি নিয়ে বিতর্ক
৪ ও ৫ই নভেম্বর এই দুদিন চলবে এই মেলা। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র দাতা মন্ত্রী ফিরহাদ হাকিম এছাড়াও উপস্থিত ছিলেন শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
ভারত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে হাওড়ায় যে কোন স্থানে তারা টয় পার্ক করবে বলে জমি চাইলে। রাজ্যের দুই মন্ত্রী আশ্বস্ত দিয়েছেন তারা জমি চিহ্নিত করলে আগামী দিনে এ বিষয়ে নিশ্চয়ই সরকার তাদের পাশে থাকবে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১৩২টি স্টল করা হয়েছে, দেশীয় খেলনা আন্তর্জাতিক বাজারেও বেস্ট টেক্কা দেবে বলেই আশাবাদী ভারত চেম্বার অব কমার্স। ইভিএম নিউজ