রাহুল কর্মকার, বাঁকুড়াঃ মধ্যরাতে মন্দিরের প্রধান দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে, প্রণামীবাক্স ভেঙে ১০ ভরি রুপো আর সোনার গয়না সহ, প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে গেল চোরের দল। রুদ্ধশ্বাস এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো, বাঁকুড়ার রায়পুর থানা এলাকার, পুরনো এক কৃষ্ণমন্দির ও সংলগ্ন এলাকায়। মন্দির কর্তৃপক্ষের দাবি, সোমবার মধ্যরাতে দুটো থেকে তিনটের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। প্রথমে মন্দিরের মূল গেটের ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা। উপর প্রনামির বাক্স নিয়ে কাছেই একটি মাঠে গিয়ে, বাক্স ভেঙে সোনা আর উপর গয়না সহ বিপুল নগদ টাকা নিয়ে গিয়েছে, ওই চোরের দল। সকালে মন্দিরের পাশের ওই মাঠ থেকে, প্রণামীর বাক্সটি তালাভাঙা অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।। ঘটনায় রাইপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত আইসিকেই দুষেছেন, মন্দিরের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে নীলামৃত গোবিন্দ দাস রীতিমতো বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, স্থানীয় পুলিশ প্রশাসন শুধুমাত্র টাকা খাওয়ার সময় সক্রিয় থাকে। কিন্তু এলাকাবাসীর সুরক্ষার প্রশ্নে নিশ্চুপ থাকে। তাঁর আরও অভিযোগ, দীর্ঘ সাত বছর আগে আরও একবার এই মন্দিরে চুরি হয়েছিল। তারপরেই মন্দির ও সংলগ্ন এলাকায় নিরাপত্তায় নজরদারির জন্য একজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছিল। সেই সঙ্গে এলাকায় সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছিল। কিন্তু রায়পুর থানায় নতুন ভারপ্রাপ্ত আধিকারিক দায়িত্ব নেওয়ার পর, সেই সুরক্ষা তুলে নেওয়া হয়। বারবার অনুরোধ করা সত্ত্বেও, নতুন করে কোনও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী, আগেই লাগানো সেই সিসিটিভি ক্যামেরাও খুলে নেয়া হয়েছিল। আর এই কারণেই চোরেরা এমন দুঃসাহসিক কাজ করার আস্কারা পেয়েছে।
