নিদর্শন
ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর: নৃশংসতার ভয়ঙ্কর নিদর্শন!

নৃশংসতার চরম নিদর্শন! ক্ষতবিক্ষত মহিলার দেহ। অ্যাসিড দিয়ে পোড়ানো মহিলার মুখ, দেহে একাধিক ক্ষতচিহ্ন। চারপাশে পড়ে অ্যাসিডের বোতল, গর্ভনিরোধক ট্যাবলেট। সাতসকালে এই দৃশ্য নজরে আসতেই শিউরে উঠলেন মালদার কুশিদা এলাকায় স্থানীয়রা। 
জলপথেই শ্রীলঙ্কা যাত্রা | শুরু ভারত-শ্রীলঙ্কা ফেরি সার্ভিস
বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা মালদার কুশিদা গ্রাম। রবিবার সকালে এক ক্ষতবিক্ষত মহিলার দেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মহিলার গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলেও দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলাকে গণধর্ষণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।]


তবে ওই মহিলা স্থানীয় নন বলে জানিয়েছে এলাকার মানুষ। অস্থানীয় ওই মহিলার দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে নাকি ধানক্ষেতের ধারেই মহিলাকে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে তদন্ত চালাচ্ছে পুলিশ। মহিলার মুখবয়ব এমনভাবেই পুড়িয়ে দেওয়া হয়েছে ফলে তাকে সনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ময়নাতদন্তের পরে বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন বলে জানায় মালদা জেলা পুলিশ।


স্থানীয়দের দাবি, অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি আক্রোশ মেটাতে, মহিলার শরীরে লঙ্কার গুঁড়ো ছড়ানো হয়েছে। এছাড়াও দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ রয়েছে। মহিলাকে গণ ধর্ষণ করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর