‘দিদির সুরক্ষা কবচ’ ক্রমশই এবার নিরাপত্তাহীন হয়ে পড়ছে। তৃণমূলের উপ্প্রধানের ওপর হামলা দুই মদ্যপ যুবকের। এর মাধ্যমে তৃণমূলের অন্তর কলহের ছবিটা ফের একবার প্রকট হল। ঘটনাটি ক্যানিং-এর ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বাজার এলাকার। ওই অঞ্চলের তৃণমূলের পার্টি অফিসে চলছিল ‘দিদির দূত’ কর্মসূচি প্রস্তুতির সভা। উপস্থিত ছিলেন উপপ্রধান খতিব সর্দার। প্রস্তুতি সভার শেষে দলীয় পার্টি অফিস থেকে বেরনোর সময় খতিব সর্দারকে লক্ষ্য করে থানইট ছুড়তে থাকে দুই মদ্যপ যুবক। সেই সঙ্গে উপপ্রধানকে উদ্দেশ্য করে তাঁরা অশ্রাব্য ভাষাও প্রয়োগ করতে থাকে। হঠাৎই এমন ঘটনায় পথচলতি মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। পরে জানা যায় ওই দুই মদ্যপ যুবক উপপ্রধানের বিরুদ্ধ গোষ্ঠীর লোক। অভিযোগ স্থানীয় যুব তৃণমূল নেতা ইন্দ্র সর্দারের সঙ্গে খতিবের বিরোধ রয়েছে। আর এই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়েই দুই বিবদমান গোষ্ঠীর মধ্যে গোলমাল শুরু হয়েছিল আগে থেকেই। পরে ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও গোটা ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর