অরুপ পাল, ১১ ফেব্রুয়ারিঃ আই এস এল টুর্নামেন্টে সতেরো ম্যাচে ষোলো পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। রবিবার অ্যাওয়ে ম্যাচে লাল হলুদ শিবিরের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফ সি। চেন্নাই এর বিরুদ্ধে তিন পয়েন্ট সংগ্রহ করাই টার্গেট লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের। আগের ম্যাচে ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল তিন তিন গোলে জয় পেতে পারত।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে বেশ কিছু গোলের সুযোগ হারিয়েছে লাল হলুদ শিবির। সতোরো ম্যাচ খেলা হয়ে গেলেও ইস্টবেঙ্গল ডিফেন্সে এখনও প্রচুর গলদ রয়েছে। তাই ডিফেন্স শক্তিশালী করতে দলে ফিরছেন সার্থক গোলুই। কার্ড সম্যাসা কাটিয়ে দলে ফিরছেন মোবাসির রহমান এবং ভি পি সুহেল। কার্ড সম্যাসার জন্য খেলতে পারবেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা। তাই লাল হলুদ কোচ গোলের জন্য তাকিয়ে রয়েছেন ক্লিইটন সিলভার দিকে।

আপাতত সতেরো ম্যাচে বারোটি গোল করে সবোর্চ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রয়েছেন ক্লিইটন। এখন দেখার নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের ড্র ভুলে ফের ইমামি ইস্টবেঙ্গল জয়ের সরণীতে ফিরতে পারে কিনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর