ইভিএম নিউজ ব্যুরো, ৩১ জুলাইঃ বৃষ্টির ঘাটতি থাকলেও, জুলাইয়ে ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে।স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ বেশি দফতরের পূর্বাভাস, উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে।
আপাতত অগাস্টের ৬-৭ তারিখের মধ্যে বৃষ্টি অনেকটাই কমবে। ইতিমধ্যেই দক্ষিণ এবং মধ্য ভারতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে এসেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত। ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ।
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত দু-তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনও জেলাতেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। (EVM News)