ইভিএম নিউজ ব্যুরো, ২১ ফেব্রুয়ারিঃ নিজস্বী তোলার আবেদন না মেটানোয় মুম্বইয়ে  এক কনসার্টে  আক্রমণের শিকার হলেন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম। সোমবার মুম্বইয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল শিবসেনা নেতার ছেলের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, গান শেষ করে স্টেজ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করেন সোনুর সাথে। আর বিষয়টি পাত্তা না দেওয়ায় সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। সংবাদ সূত্রে খবর, অভিযুক্ত দুই ব্যক্তি শিবসেনার বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে এবং ভাইপো। আর সেই সময় শিল্পীকে বাঁচাতে আসেন তাঁর বন্ধু রব্বানি খান ও তাঁর দেহরক্ষী। ঘটনাটির পর গুলাম মুস্তাফা খানের ছেলে রব্বানি খান এবং তাঁর বডিগার্ড হাসপাতালে নিয়ে যান সোনু নিগমকে । সমস্ত ঘটনাটির তদন্তে নেমছে মুম্বই পুলিশ।

এই প্রসঙ্গে  শিব সেনার  বিধায়ক প্রকাশ ফাটারপেকার  দুঃখ প্রকাশ করে বলেন, সোমবার অনুষ্ঠানের অন্তিম দিন ছিল। তার পারফমেন্সের পর এই রকম ঘটনা ঘটবে, কল্পনাতেও ভাবিনি।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর