ইভিএম নিউজ, ১৩ মার্চঃ এ যেন ২০১১ সালের স্মৃতিচারণ। ফের হুবহু একই ঘটনার পুনরাবৃত্তি। গত দেড় বছর ধরে জার্মান চাইল্ড কেয়ার সার্ভিসে রয়েছে তিন বছরের মেয়ে। মা বাবার কাছ থেকে রীতিমতো কেড়ে নিয়ে গেছে জার্মান সরকার। বাবা মা নির্দোষ সাব্যস্ত হলেও তাদের মেয়েকে ফিরিয়ে দিচ্ছে না জার্মান সরকার। তাই অন্য উপায় না পেয়ে ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন তারা।

২০২১ সালে কর্মসূত্রে জার্মানিতে যান ওই দম্পতি। তারপর থেকে সেখানেই বসবাস। সেই ভারতীয় দম্পতি জানিয়েছেন,  জার্মানি এবং ভারতের সংস্কৃতিগত তফাৎ রয়েছে। সেইকারণেই জার্মান কর্তৃপক্ষকে ভারতীয় আচার-আচরণ বোঝানো যায়নি। সেই ভুল বোঝাবুঝির কারণেই ওই তিন বছরের একরত্তিকে বাবা-মায়ের কোল থেকে নিয়ে যায় জার্মান সরকার। নির্দোষ প্রমাণিত হয়েও কাছে পাচ্ছেন না তাঁদের সন্তানকে।

কেন নিয়ে গেল জার্মান সরকার? তাঁরা জানান, খেলতে গিয়ে ওই তিন বছরের মেয়ের গোপনাঙ্গে আঘাত লেগেছিল। চিকিৎসকের  কাছে নিয়ে যাওয়া হলে বাচ্চার কিছু হয়নি বলে জানান তিনি। কিন্তু সেই চিকিৎসকই সেইখানকার চাইল্ড সার্ভিসকে ডেকে পাঠান। শিশুটির ওপর যৌন হেনস্থা হয়েছে, এই অভিযোগ জানিয়ে জার্মান সরকার ওই তিন বছরের মেয়েকে নিজেদের কাছে রেখে দিয়েছে। এই বিষয়ে তদন্তও করেছে জার্মান পুলিশ। তদন্তে কিন্তু ওই দম্পতি নির্দোষ প্রমাণিত হয়েছেন। কিন্তু তারপরেও জার্মান চাইল্ড কেয়ার  শিশুটিকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়নি। তাই ওই দম্পতি এবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন জানিয়েছেন, যাতে তাঁরা এই ব্যাপারে হস্তক্ষেপ করে দ্রুত ব্যবস্থা নেয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর