মাধব দেবনাথ, নদিয়াঃ এদেশের ভবিষ্যৎ কি? অনেকেই বলবেন, একেবারেই অন্ধকার। দেশের বিভিন্ন প্রান্তে, রাজ্যের নানা প্রান্তে রোজ ঘটে যাওয়া সমাজবিরোধী কার্যকলাপে খবরা খবর পড়তে পড়তে এরকমটা মনে হওয়াই স্বাভাবিক অবশ্য। তবে সেই অন্ধকারের মধ্যেও মাঝে মধ্যেই দেখা যায় আলোর রেখা। যা দেখে মনে জাগে আশার আলো।
চৈতন্য ধাম নবদ্বীপে দশম শ্রেণীর এক ছাত্রী গুটি কয়েক বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে ঘটিয়ে ফেললো এমন এক ঘটনা যা দেখলে এবং শুনলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আশা-ভরসা বেঁচে থাকে। নবদ্বীপের গোবিন্দ দিঘি পাড় এলাকার বাসিন্দা অর্চনা মুখার্জী। দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি থেকে যে হাত খরচ পায়, তার থেকেই তিলে তিলে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে বয়স্ক, দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল। এ কাজে সঙ্গী হিসেবে পেয়েছিল গুটি কয়েক বন্ধু-বান্ধবকে। এদিন নবদ্বীপ শহরের মহাপ্রভু মন্দির সহ আরও কয়েকটি মন্দিরে গিয়ে অসহায়, দুঃস্থ মানুষদের মধ্যে কাহদ্য দ্রব্য বিলি করল। এই মহৎ কাজ করতে পেরে খুবই খুশি সেই এক রত্তি মেয়ে। ভবিষ্যতে আরও বেশী মানুষের পাশে দাঁড়াতে চায় অর্চনা। আর যে সমস্ত দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাল অর্চনা আর তার বন্ধুরা, সেই অসহায় মানুষগুলো দু-হাত তুলে আশীর্বাদ করছেন এই খুদেদের।
অর্চনারা আছে বলেই আমরা বোধ হয় আশা রাখতে পারি, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একেবারে দিশাহীন হয়ে পড়বে না। কারণ দিশা দেখানোর জন্য, একেবারে সামনে থেকে ভালো কিছু করে দেখানোর জন্য, মানবিক হতে শেখানোর জন্য অর্চনারা আছে। তাই ভরসা আছে।